তিন সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের সব অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত চেয়েছে বৃটেন।
মঙ্গলবার বিকেলে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে গিবসন বলেন, “সিটি করপোরেশন নির্বাচন থেকে মাঝ পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরে দাঁড়ানোর ঘটনা দুঃখজনক।”
তিনি আশা প্রকাশ করন, এই সিদ্ধান্তের ফলে ঢাকা এবং চট্টগ্রামে আজ রাতে এবং আগামী কয়েকদিন সংহিসতা বা বিঘ্ন সৃষ্টিকারী কোনো ঘটনা ঘটবে না।
বিবৃতিতে তিনি আরো বলেন, “সব রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। অনিয়মের সকল অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরী। সকল ভোটারের গণতান্ত্রিক অধিবার হিসেবে শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইনশৃংখলা বাহিনীর দায়িত্ব। যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত।”