পাকিস্তানকে টপকে র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

17

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে আট নম্বরে উঠে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এতো ওপরে উঠলো। পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার ফলে বাংলাদেশের এই র‌্যাঙ্কিংয়ে উন্নতি। সপ্তম স্থানের দল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের রেটিং সমান ৮৮। আর নবম স্থানের দল পাকিস্তানের রেটিং ৮৭। ১২৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ওয়ানডে র‌্যাঙ্কিং
দেশ    রেটিং
১.অস্ট্রেলিয়া    ১২৯
২.ভারত    ১১৭
৩.নিউজিল্যান্ড    ১১৬
৪.দক্ষিণ আফ্রিকা    ১১২
৫.শ্রীলঙ্কা    ১০৬
৬.ইংল্যান্ড    ৯৪
৭.ওয়েস্ট ইন্ডিজ    ৮৮
৮.বাংলাদেশ    ৮৮
৯.পাকিস্তান    ৮৭
১০.আয়ারল্যান্ড    ৫০
১১.জিম্বাবুয়ে    ৪৫
১২.আফগানিস্তান     ৪১