যাত্রাবাড়ীতে সাততলা ভবন হেলে পড়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সাততলা একটি ভবন হেলে পড়েছে। আজ শুক্রবার সকালে ভবন থেকে লোকজনদের সরে যেতে বলেছে ফায়ার সার্ভিস। পরে ভবনটি সিলগালা করে দিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তফা মহসীন জানান, ৩৫ / ৫ লিচু বাগানের এই বাড়ির ওপরের অংশটি পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। ভবনের পাঁচ তলা থেকে সাততলা পর্যন্ত হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ভবনটি ভেঙে ফেলার বিষয়টি রাজউকের কর্মকর্তা নির্ধারণ করবেন বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানার পুলিশ ভবনটি সিলগালা করে দিয়েছে।

Scroll to Top