ব্রিটেনে রক্ষণশীলরা আবার জয়ের পথে

ব্রিটেনে রক্ষণশীলরা আবার জয়ী হতে যাচ্ছে। ভোটফেরত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল ৩১৬ আসন, শ্রমিক দল ২৩৯ আসন এবং এসএনপি ৫৮ আসন পাবে।

এই জরিপ সত্য হলে ৬৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ক্যামেরনের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না। মিত্র খুঁজে সরকার গঠন করতে কয়েক দিন লেগে যেতে পারে। সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন হয় ৩২৬ আসনের।

গতবার রক্ষণশীলা লিবারেল ডেমোক্র্যাটদের সাথে মিলে সরকার গঠন করেছিল। এর মাধ্যলে শ্রমিক দলের ১৩ বছরের শাসন অবসান ঘটেছিল।

বৃহস্পতিবার ব্রিটেনে ভোট হয়।

Scroll to Top