সচল হলো খালেদা জিয়ার টেলিফোন

ঢাকা: দীর্ঘ ১০৪ দিন বিচ্ছিন্ন থাকার পর অবশেষে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের টেলিফোন সংযোগটি পুনরায় চালু করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সংযোগটি চালু করে বিটিআরসি।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না পেরে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়ে তার রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছা অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় একে একে কার্যালয়ের বিদ্যুৎ, ডিস (ক্যাবল) ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গত ৩১ জানুয়ারি তার টেলিফোন সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছিল।

পরে অন্যান্য সংযোগ পুনস্থাপন হলেও টেলিফোন বিচ্ছিন্ন ছিল।

Scroll to Top