বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলায় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাওদার প্রেমিক রাসেলের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশাল আদালতে তার মৃত্যুদণ্ড দেয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডে সাওদাকে কুপিয়ে জখম করে রাসেল। পরে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সাওদা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় বষের্র ছাত্রী ছিলেন। তিনি পাথরঘাটা উপজেলার মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাকের মেয়ে।
অন্যদিকে বরগুনার হারুন মাতুব্বরের ছেলে রাসেল একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সাওদাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রাসেল। তাতে রাজি না হওয়ায় সাওদাকে ডেকে এনে কুপিয়ে জখম করেন রাসেল।