আপনার টাকা-পয়সার সদ্ব্যবহার করতে চান? তাহলে দামি পোশাকের পরিবর্তে কোথাও ঘুরে আসার কাজে ব্যয় করুন। এটা বেশি কাজে লাগবে বলে কর্নেলি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তার গবেষণায় জানিয়েছেন।
গবেষক জানান, মানুষ সুখে, শান্তি ও রোমাঞ্চকর অনুভূতি পেতে চান। এ কাজে প্রাথমিক অবস্থায় প্রিয় কিছু কেনা তাৎক্ষণিকভাবে সুখ দিতে পারে। কিন্তু ধৈর্য্যের সঙ্গে ভবিষ্যতে তৃপ্তিদায়ক ও দীর্ঘস্থায়ী সুখ-শান্তির জন্যে পরিকল্পণা বেশি কাজে দেয়। তাই মুহূর্তের ভেতরে কোনো পোশাক না কিনে যদি বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়, তবে তৃপ্তি অনেক বেশি থাকে। কাজেই অর্থ খরচ করে এই সুখ বা শান্তির দেখা মিলতে পারে। তাই টাকা দিয়ে সুখ পাওয়া যায় না কথাটা পুরোপুরি সত্য নয়।
তাই মনের অশান্তি দূর করতে ছুটি কাটিয়ে আসার পরিকল্পনা করুন। ‘সাইকোলজিক্যাল সায়েন্স’ জার্নালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস