‘বাজেটের ৯৬ শতাংশ বাস্তবায়ন সম্ভব’

21

অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত বলেছেন, প্রস্তাবিত বাজেটের ৯৬ শতাংশ বাস্তবায়ন সম্ভব।

 

শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রী।

 

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়ন বড় সমস্যা হলেও বর্তমানে অনেক অগ্রগতি হয়েছে।

 

গত অর্থবছরেও বাজেট বাস্তবায়নের হার ছিল ৯৬ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় হলেও তা বাস্তবায়ন সম্ভব বলে মন্ত্রী জানান।

 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কালো টাকা নিয়ে বলার কিছু নেই।

 

কারণ, বিষয়টি আয়কর আইনেই স্পষ্ট করে লেখা আছে। তাই আমি কালো টাকা নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না।

 

সিমকার্ডে অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই সেক্টর অনেক উন্নতি করেছে। শুল্ক আরোপের ফলে গ্রাহকদের সমস্যা হবে, আমার তা মনে হয়না।

 

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘আমি যখন অর্থমন্ত্রী হই তখন দেশে করদাতা ছিল সাত লাখ।

 

বর্তমানে দেশে করদাতার সংখ্যা ১১ লাখ। যার গতি অত্যন্ত মন্থর। আর আমার আপত্তি এখানেই।’

 

তিনি বলেন, আমাদের দেশের মুদ্রাস্ফীতি উন্নয়নশীল অনেক দেশের তুলনায় অনেক ভালো।

 

আমাদের দেশের প্রবৃদ্ধি সাত শতাংশের বেশি করতে হলে আরও নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়ে তার বাস্তবায়ন করতে হবে।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংক (বিবি) গর্ভনর ড. আতিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।