বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে মোদি

একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শনিবার দুপুর ১২টার কিছু পর তিনি ৩২ নম্বরে পৌঁছান। এরপর মোদি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন। তাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরিয়ে দেখাচ্ছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি।

ধানমণ্ডি ৩২ নম্বর থেকে নরেন্দ্র মোদি তার বহর নিয়ে কাওরানবাজারের প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে যাবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে শুরু করবেন আনুষ্ঠানিক কর্মসূচি।

বেলা পৌনে ৪টায় নরেন্দ্র মোদি পৌঁছবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক কার্যক্রম।

Scroll to Top