নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের ১৫ তম সেনাপ্রধান হবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আগামী ২৫ জুন বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হচ্ছে। সরকার তাকে ২০১২ সালের ২৫ জুন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য সেনাপ্রধান নিয়োগ দেয় এবং ওই দিনই তিনি লে. জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি পান। তিনি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হন।