অভিনেত্রী টিভির মধ্য দিয়ে তাকিয়ে থাকেন, তাই মামলা!

এক চাইনিজ ভদ্রলোক অভিযোগ ঠুকে দিয়েছেন তারই দেশের এক নামকরা অভিনেত্রীর বিরুদ্ধে। ভদ্রলোকের অভিযোগ, ওই অভিনেত্রী টেলিভিশনের মধ্য দিয়ে তার দিকে তীব্র চাহনি দিয়েছেন। এ কারণে তিনি আধ্যাত্মিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ওই অভিনেত্রীর নাম ঝাও ওয়েই। তিনি চীনের সবচেয়ে ধনী এবং খ্যাতিমান সিনেমা তারকা। তিনি প্রাইম টিভি শো ‘টাইগার মম’-এ নিয়মিত আসেন।

এ অনুষ্ঠানে তার চরিত্রকে কঠিন নিয়মে আবদ্ধ এক আদর্শ মায়ের চরিত্রে দেখানো হয়েছে। তিনি তার মেয়েকে স্কুলে পাঠাতে দারুণ কঠোর হয়ে ওঠেন।

হঠাৎ করেই সাংহাই পুডং নিউ ডিস্ট্রিক্ট কোর্ট এর লিটিগেশন সার্ভিস হটলাইন জানায়, এক ভদ্রলোক ওই তারকার বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছেন। নতুন পদ্ধতিতে আইনী সহায়তা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পর এ মামলা ঠুকে দেন তিনি।

মামলা করার প্রক্রিয়া সহজ করার পর বেশ অদ্ভুত কিছু মামলা ইতিমধ্যে হয়ে গেছে। তার মধ্যে ঝাওয়ের মামলা এমনি একটি বিষয়।
সূত্র : স্কাই

Scroll to Top