পরিবারের দাবি অনুযায়ী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গত মার্চের এক রাতে
বাসা থেকেই আটক করেছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে খোকন পরিবারের ওই দাবি বরাবরই নাকচ করে আসছিলো নিরাপত্তা বাহিনী।
অবশেষে খোকনের খোঁজ মিলেছে। সোমবার ফরিদপুরের কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করেছে র্যাব।
পুলিশের বরাত দিয়ে ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, র্যাব-৮ এর একটি দল সোমবার দুপুরে খোকনসহ আরো দুই ছাত্রদল নেতাকে ফরিদপুরের কানাইপুরের তেতুলতলা এলাকা থেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ টি ককটেল উদ্ধার করা হয়।
খোকনের সঙ্গে আটক অপর দু’জন হলেন মোহাম্মদ আলী ভূইঞা ও সোহাগ গাজী। এর মধ্যে মোহাম্মদ আলী গেন্ডারিয়া থানা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।