টস জিতে ভারতের ব্যাট করার সিদ্ধান্ত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের টস জিতলো ভারত। মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে বড় তিনটি পরিবর্তন এনেছে ভারত। আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মাকে বাদ দিয়েছে তারা। একাদশে এসেছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি। বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ানডে খেলছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতির রাউডু, সুরেশ রাইনা, এমএস ধোনি (অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ধাওয়াল কুলকার্নি ও অক্ষর প্যাটেল।

Scroll to Top