যোগ দিবসে শরীরচর্চায় বলিউড তারকারা

কারও ‘এভার ইয়ুথ’ লুক তো কারও ‘বেস্ট ফিগার’-এর খেতাব এই সবের পেছনে রয়েছে নাকি যোগাভ্যাস। ২১শে জুন বিশ্ব যোগ দিবস কোন কোন বলিউড তারকা শরীরচর্চায় মাতলেন চোখ রাখা যাক সেই দিকে।

শিল্পা শেঠি: আজকের এই বিশেষ দিনে বেঙ্গালুরুতে যোগব্যায়াম করতে দেখা গেল এই বলি বিউটিকে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বেঙ্গালুরুতে হাজির ছিলেন শিল্পা। তবে নায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। যদিও সকলের মধ্যে মূল আকর্ষণ ছিলেন সাদা টি-শার্ট ও কালো স্ল্যাক্স পরা শিল্পা শেঠি।

জুহি চাউলা: সকাল সকাল মুম্বইরের এক ক্লাবে যোগা করতে দেখা মিলল জুহির। নিয়মিত নন কিন্তু সপ্তাহে একদিন যোগা করতে গারওয়ারি ক্লাবে আসেন এই নায়িকা। আজ বিশ্ব যোগ দিবসে তাই শরীর চর্চা করতে দেখা গেল তাঁকে।

অমৃতা রাও: আজ ভোরবেলায় অম্রিতার দেখা মিলল এক যোগা ক্লাসের বাইরে। এখানেই যোগ করতে আছেন নায়িকা। আজ বিশ্ব যোগা দিবসে অম্রিতা তাঁর যোগা করার ছবি পোস্ট করেছেন ট্যুইটার ওয়ালে সেই সঙ্গে তাঁর অনুরাগীদের পরামর্শ দিয়েছেন যোগা করার।

গীতা বসরা: না বাইরে নয় যোগ দিবসে নিজের ঘরে বসেই আসন করলেন গীতা। আর সেই ছবি পোস্ট করলেন ট্যুইটারে।

হেমা মালিনী: নিজেকে সুস্থ রাখতে নিয়মিত যোগ করেন ড্রিম গার্ল। আর এই নিয়মের অন্যথা হয়নি আজও। তবে আজ তিনি যোগ করার পাশাপাশি তাঁর অনুরাগীদেরও যোগা করার পরামর্শ দিয়েছেন। যাতে তাঁরাও সুস্থ থাকেন।

Scroll to Top