জামিন পেয়েছেন এ কে খন্দকার।

বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত তথ্য তুলে ধরার অভিযোগে দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার।
“সোমবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলির হাইকোর্ট বেঞ্চ এ কে খন্দকারের আবেদনের প্রেক্ষিতে এ জামিন দেন।

এ সময় স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক এই চেয়ারম্যান।

নিজের সদ্য প্রকাশিত বই নিয়ে তুমুল বিতর্কের মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর

সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে পদত্যাগ করেন তিনি।

Scroll to Top