গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে মোহাম্মদ ইউনুস আলী (৩৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ইউনুস আলী উপজেলার চহেড়া আলাদীপুর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশে প্রবেশের সময় ইউনুস আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

সাপাহারের হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মোফাজ্জল হোসেন জানান, সোমবার রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে ইউনুস আলীও গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ভোরে সীমান্ত পেরিয়ে ২৩৪নং মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের পান্নপুর ৩১ বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউনুস আলীকে গরুসহ আটক করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি জানাজানি হলে দুপুরে হাপানিয়া ক্যাম্পের পক্ষ থেকে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকে গরুসহ বিএসএফ সদস্যরা ইউনুস আলীকে ফেরত না দিয়ে স্থানীয় থানায় সোপর্দ করার সিদ্ধান্ত নেন বলে বিজিবিকে জানানো হয়।

Scroll to Top