সোয়া ৫ ঘণ্টা পিছিয়ে নগর ভবনের ঘড়ি!

সকাল ১০টা। কর্মমুখর অফিস-আদালত, নগর ভবনেও ব্যস্ততা। কিন্তু ভবনের বিশালাকৃতির ঘড়ি পিছিয়ে আছে সোয়া পাঁচ ঘণ্টা। ওই ঘড়ির কাঁটায় তখন ৪টা ৪৫ মিনিট!

বুধবার (২৯ জুলাই) সকালে সরেজমিন এ চিত্র লক্ষ করা যায়।

গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয় নগর ভবনের ঘড়িটি সোয়া পাঁচ ঘণ্টা পিছিয়ে দিয়েছে ওই এলাকার মানুষকে। আশেপাশের বড় বড় ভবন থেকে দেখা যায় ওই ঘড়ি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতুহলও লক্ষ করা গেছে।

ঘড়ির সময় পিছিয়ে থাকার বিষয়ে ফোন করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলীর কাছে। তখন তিনি সচিবালয় থেকে বের হচ্ছিলেন।

তিনি বলেন, আমিও দেখেছি। নগর ভবনে যাচ্ছি। গিয়ে এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

Scroll to Top