চোখের চিকিৎসা ও বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগামী ১১ আগস্ট এক সপ্তাহের সফরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনী জাইমা রহমানের সঙ্গে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাবেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপট, দল পুনর্গঠন ও পরবর্তী পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে।
গত রমজানে ওমরাহ পালনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৌদিতে যাবার সব পস্তুতি সম্পন্ন হলেও দেশে ও দলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সে সফরটি বাতিল করা হয়।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এ সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়ার। এর আগে দুই দফা লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন সাবেক এ প্রধানমন্ত্রী।