বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে বর্তমান সরকার ষড়ৃযন্ত্র করছে বলে অভিযোগ করেছে ২০ দলীয় জোট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে দেশবাসীকে সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানানো হয়। দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে ২০ দলীয় জোট জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।