ছাত্রলীগ নেতা ‘ক্রসফায়ারে’

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮) নিহত হয়েছেন।

হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরজু মিয়া হাজারীবাগ গণকতুলি এলাকার ৪৫/১/এ নম্বর বাসার লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে আরজুর বিরুদ্ধে। সোমবারের ওই ঘটনায় রাজার পরিবার তাকে দায়ী করে। এদিন পুলিশ তিনজনকে আটক করলেও আরজুকে গ্রেপ্তার করা হয়নি। পরদিন সকালেই ‘বন্দুকযুদ্ধে’ থানা ছাত্রলীগ সভাপতি নিহত হন।

Scroll to Top