খাদ্য অপচয়

বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্য অপচয় হয় প্রায় ১৭ শতাংশ

বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের প্রায় ১৭ শতাংশ অপচয় হয় বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের গবেষণা অনুসারে, ২০১৯ সালে অপচয় হওয়া খাবার মোটামুটি ২৩ মিলিয়ন সম্পূর্ণ লোড করা ৪০-টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রাকের সমান ছিল।

প্রতিবেদনে দেখা গেছে যে ধনী ও দরিদ্র দেশগুলিতে এই অপচয়ের হার একই রকম ছিল।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) এবং ডাব্লিউএআরপি নামে একটি অলাভজনক সংস্থা যৌথভাবে এই গবেষণা চালায়।

[ছবি: লিম হুয়ে টেং / রয়টার্স]

Scroll to Top