বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রসিকিউশন আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, সিসি ক্যামেরা থাকায় ঘটনার দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করা যাবে। ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ও ডিভাইস দেখা রয়েছে। তবে মোবাইল বোমাটিতে কোনো স্পিন্টার না থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।