সাবেক প্রেসিডেন্ট নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড

মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট  ও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার এই দণ্ডাদেশ দেয় দেশটির একটি আদালত।

তিনজন বিচারকের একটি বেঞ্চ মত দেন, নাশিদ ২০১২ সালে ক্ষমতার অপব্যবহার করে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

রায় ঘোষণাকালে ‘নাশিদকে মুক্তি দিন’ ব্যানার নিয়ে হাজার হাজার নাশিদ সমর্থক আদালতের বাইরে অবস্থান নেন।

নাশিদ এই রায়ের প্রতিবাদে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ।

Scroll to Top