অবরোধে দগ্ধদের প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরোধের আগুনে পুড়ে হতাহত ৬৩ জনের পরিবারকে এ সহায়তা দেন তিনি।
তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ৫৩ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬৩ জন।

 

Scroll to Top