‘উনি সব কিছুতে নাটক করছেন’

কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি সব কিছুতে নাটক করছেন। ৯১ দিন অফিসে বসে বোমা ককটেল মেরে, বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, মানুষের জীবনকে স্থবির করে দিয়েছিলেন। যখন শান্তি এসেছে, মানুষকে আবার যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমেছেন।
আজ সোমবার রাতে গণভবনে দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষ যখন স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। তখনই তিনি নাটক সৃষ্টি করছেন। তার সিকিউরিটি ফোর্স বিনা উস্কানিতে গুলি চালায়। আপনার নিরাপত্তা কর্মীদের ঠেকান। মানুষের জান-মাল নিয়ে আর যেন খেলা না হয়।
শেখ হাসিনা বলেন, তার কাছে নিশ্চয়ই সার্ভে আছে, তার জেতা সম্ভব নয়। সেই জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন, পরিবেশ নষ্ট করছেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকতে আইভি রহমানকে হত্যা করেছেন। আমাকে হত্যার চেষ্টা করেছেন। রাস্তায় নেমেই আবার জনগণের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। এটা স্থানীয় সরকার নির্বাচন। নাটক সৃষ্টি না করে দেশের মানুষকে শান্তি দেন।
মাগুরা উপনির্বাচনে দলের প্রার্থী ঠিক করার বিষয়ে গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্বকারী শেখ হাসিনা শুরুতেই বক্তব্য রাখেন।

Exit mobile version