এবার প্রচারণায় নামছেন সাঈদের স্ত্রী ফারহানা

এবার নির্বাচনী প্রচারণায় নামছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সহস্র নাগিরক কমিটি সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তার প্রচারণা কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সুমন।

তবে ঠিক কখন থেকে তিনি প্রচারণায় নামবেন তা নিশ্চিত করতে পারেননি সুমন। এর আগে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচরণা শুরু করেন।

সাঈদ খোকন ঢাকা সিটি করপোরশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top