কদমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কদমতলীতে ফালন (২৭) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে সাথে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

আহত ফালান ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের জানান, তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। রাত আড়াইটার দিকে হাজী ফ্যাক্টরি গলি থেকে বাসায় ফেরার পথে কালু, চুন্নুসহ ৪/৫জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার সাথে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

কদমতলী থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান, আহত ফালান সন্ত্রাসীদের চিনতে পেরেছেন। এটা ছিনতাইয়ের ঘটনা নয়, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে ফালান বলেন, পূর্ব শত্রুতা নয়, ওরা ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাই তিনি তাদেরকে চিনতে পেরেছেন।

Scroll to Top