কিছুটা সময় চেয়েছেন কামারুজ্জামান : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই ম্যাজিস্ট্রেট দেখা করলেও প্রাণভিক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মোবাইল ফোনে একটি বেসরকারি টিভি চ্যানেলকে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তিনি (কামারুজ্জামান) কিছুটা সময় চেয়েছেন। তবে তাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

এর আগে আজ শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে কামারুজ্জামানের সাথে দেখা করতে কারাগারে প্রবেশ করেন জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর আজিম। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা কারাগার থেকে বের হয়ে জিপ গাড়িতে উঠে চলে যান।

কারাগারের একটি সূত্র জানায়, জেল সুপার ও দুজন ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের কাছে তার মতামত জানতে চান। তবে তিনি ম্যাজিস্ট্রেটদের কাছে কী জানিয়েছেন, তা জানা যায়নি।

Scroll to Top