নিখোঁজ ইলিয়াসের বাসায় যাবেন বিএনপি নেতারা

তিন বছর আগে আজকের এই দিনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় যাবেন দলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিএনপির প্রতিনিধিদল বনানীর বাসায় (হাউজ-৩, রোড- ২/১) যাবেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি দল সেখানে যাবেন।

ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

Exit mobile version