পাথরঘাটা পৌরসভা ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পাথরঘাটা পৌরসভা ভবনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পৌরসভায় লাইসেন্স শাখার কাগজপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর ওই কক্ষ থেকে একটি কাঁচের বোতল পাওয়া যায়। এতে ধারনা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায়ের কক্ষ থেকে রাত প্রায় ৩টার দিকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা চারদিকে ছড়িয়ে পরে। এ সময় ওই কক্ষে থাকা ১৯৯১ সালের পৌরসভার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সকল প্রকার লাইসেন্সের কাগজপত্র পুড়ে গেছে। এছাড়াও ওই কক্ষে টেবিল, চেয়ার ও স্টিল আলমারির ফাইলপত্র পুড়ে যায়। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Exit mobile version