পুলিশের উচ্চপদে রদবদল

image_207760.bangladesh police----logoডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
‌এর মধ্যে পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা-কে সিআইডি, ঢাকার ডিআইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মিলি বিশ্বাসকে ডিআইজি পুলিশ সদর দপ্তর, মাগুরার এসপি জিহাদুল কবিরকে রাজবাড়ীতে, বরিশালের এ কে এম আহসান উল্লাহকে মাগুরায়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম আক্তারুজ্জামানকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফ আহম্মেদ অপু জানান, পুলিশ সুপার (এসপি) থেকে অ্যাডিশনাল ডিআইজি হয়েছেন ২১ জন। তাদের মধ্যে আটজনকে বদলি করা হয়েছে। বাকিরা নিজ কর্মস্থলেই থাকবেন। অন্যদিকে এএসপি থেকে অ্যাডিশনাল এসপি হয়েছেন ১১৩ জন। বদলির আদেশপ্রাপ্ত তিন ডিআইজি হলেন : বিনয় কৃষ্ণ বালা, মিলি বিশ্বাস ও মাহবুব মহসিন।

Scroll to Top