ফেনীতে এমপির গাড়িকে লক্ষ্য করে যুবলীগের পেট্রলবোমা হামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিপুরে যুবলীগের পেট্রলবোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকায় যাওয়ার পথে ফেনীর দেবিপুরে এমপির গাড়িকে লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালানো হয়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ট্রাকে পড়লে সাথে সাথে ট্রাকটিতে আগুন ধরে যায়। এসময় এমপির গাড়ির সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনা স্থলের পাশ থেকে প্রিন্স নামে এক যুবলীগ নেতাসহ ২জনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ রাতেই শশর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক পাটোয়ারীর সাথে বৈঠক করে লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রিন্স শশর্দী ইউনিয়নের চোচনা গ্রামের হানিফ মেম্বারের ছেলে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শানিনুর পেট্রলবোমা হামলার কথা স্বীকার করলেও আটকের কথা অস্বীকার করে বলেন, সন্দেহভাজন হিসাবে এক যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

Exit mobile version