বঙ্গভবনে আমন্ত্রিত খালেদা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির সই করা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে রফিকুল ইসলামের স্বাক্ষরিত ২১টি কার্ড দলের দপ্তর সম্পাদক বরাবর পাঠানো হয়। কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় বন্ধ থাকার কারণে এই কার্ডগুলো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন কার্যালয়ের ভেতরে অবস্থানরত চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াসহ ২১ জনের নামে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বঙ্গভবন থেকে।

 

Exit mobile version