বেলজিয়ামে দুই ঘণ্টা অবরুদ্ধ হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বেলজিয়াম প্রেস ক্লাবে বিক্ষোভ কারীদের তোপের মুখে পড়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে আয়োজকরা পুলিশ ডেকে তাকে উদ্ধার করে।

সোমবার হাছান মাহমুদ বেলজিয়াম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে যান। বিকাল আনুমানিক তিনটায় ইউরোপীয়ান কমিশনে বিক্ষোভ করতে আসা যুক্তরাজ্য যুবদল ও বেলজিয়াম বিএনপি নেতৃবৃন্ধ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যানার ফেস্টুন প্রদশর্ন করে স্লোগান দেন। বিকাল চারটায় হাছান মাহমুদ মিটিং শেষ করে বেরুতে চাইলে তিনি যুবদলের জোর বিক্ষোভের মুখে প্রেস ক্লাবেই আশ্রয় নেন। প্রায় দুই ঘণ্টা পর প্রেস ক্লাব নেতৃবৃন্দ পুলিশ ডাকেন।

পুলিশ এসে অবরোধকারীদের শান্ত থাকার অনরোধ জানান। সেখান থেকে বিক্ষোভকারীরা সরে গেলে হাছান মাহমুদ প্রেস ক্লাব ছাড়েন। নতুন বার্তা

Exit mobile version