বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

nahid.sk_শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো এখনও যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্ত বাস্তবায়নের কথা বলা হয়েছিল, তা অনেকেই বাস্তবায়ন করলেও কিছু প্রতিষ্ঠান তা করেনি বা করতে ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল রাজধানীর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশকে আরও আধুনিক করতে শিক্ষার্থীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ড. মুশফিক এম. চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. মুনতাসির, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী প্রমুখ। এবারের এই তৃতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৮৯৪ জনকে সনদ দেওয়া হয়।

Scroll to Top