আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ এর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অপমানজনক রানে হেরে ভারতের বিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধ ভাঙা উল্লাস আর আনন্দ মিছিল উদযাপন করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।
একই সাথে আইসিসি ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগানসহ জুতা মিছিল করেছে তারা।
বৃহস্পতিবার বিকেলে মেলবোর্নে ভারতের শেষ উইকেট পড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আনন্দ মিছিল নিয়ে টিএসসিতে এসে জড়ো হয় ক্রিকেট প্রেমীরা। ভারতের কাছে অস্ট্রেলিয়া জিতলেও মনে হচ্ছে এ বিজয় যেন বাংলাদেশের।
বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের শিক্ষার্থী সাইফ জানান, আইসিসির সহযোগিতা নিয়ে দুই একটি ম্যাচ জেতা সম্ভব। কিন্তু বিশ্বকাপ জেতা সম্ভব না।