মুক্তাগাছা উপজেলা বিএনপি অফিসে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে।
এতে অফিসের ভেতরে চেয়ার-টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
মুক্তাগাছা থানার অফিসার ইনচাজর্ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের বড়হিস্যা বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন লাগে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।