মুজাহিদের আপিল শুনানির জন্য কার্যতালিকায়

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে আগামীকাল বুধবারের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ১১ নাম্বার আইটেম হিসেবে রাখা হয়েছে। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ১৪ জানুয়ারি মুজাহিদের আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। তবে শুনানি অনুষ্ঠিত হয়নি।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদন্ড প্রদান করে। একই বছরের ১১ অগাস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করেন মুজাহিদের আইনজীবীরা। আপিল আবেদনে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি দেখিয়ে মুজাহিদের খালাস চাওয়া হয়েছে। আবেদনে ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৩ হাজার ৪৬০ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়।

Scroll to Top