মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক

চলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে মেহেরপুর পুলিশ।

আটককৃতদের মধ্যে ১৭ জন বিএনপি ও ১ জন জামায়াত কর্মী রয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর সদর থানা, গাংনী থানা ও মুজিবনগর থানা পুলিশ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের ১৫১ ধারায় আটক দেখিয়ে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Exit mobile version