রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত, আহত ২০

রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টায় রংপুর পার্ক মোড়ের এরশাদ নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুরঙ্গামাড়ীগামী বিস্মিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিযে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর রংপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি উদ্ধার করে।

এঘটনায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তাছাড়া নিহত দু’জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Scroll to Top