রাজধানীতে পাইলিং ধসে সুন্দরবন হোটেলের পাশের রাস্তা দেবে গেছে

রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ব্যাংকের এনবিএল টুইন টাওয়ারের পাইলিং ধসে সুন্দরবন হোটেলের পাশেরর রাস্তার কিছু অংশ দেবে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে।

এদিকে, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের জন্য করা গর্তে হোটেলের রাস্তা ধসে পড়ায় সুন্দরবন হোটেল খালি করতে নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ জানান, বৃষ্টি হলে বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই সুন্দরবন হোটেল থেকে সবাইকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ধসের ফলে কারওয়ান বাজার থেকে বাংলাভিশন অভিমুখী রাস্তাটিও দুই থেকে তিন ইঞ্চি দেবে গেছে বলে জানান তিনি।

Scroll to Top