রাজধানীতে হঠাৎ ঝড়ে ৪ জনের মৃত্যু

hqzyy2rqরাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিভিন্ন স্থানে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়।

এদিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ঝড়ে বিলবোর্ড পড়ে বায়েজিদ আলম (৫০) ও তারা মিয়া (৪৫) নামের দু’জন রিকশা চালক মারা গেছেন।

রাজধানীর গুলিস্তানে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহাদ পুলিশ বক্সের সামনে বাস চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

Scroll to Top