নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাদের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিজভীর আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন এ আদেশ দেন।
রিজভীকে চলতি বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গ্রেফতার করে।