হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ কেজি সোনাসহ কোরিয়ান কূটনীতিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক কূটনীতিকের নাম সন ইয়াং ন্যাম (৫০) বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তার কাছ থেকে ২৭ কেজি সোনা জব্দ করে। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনার পর থেকেই কোরিয়ার রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।
আটক কোরিয়ার কূটনীতিককে ভিয়েনা চুক্তি অনুযায়ী ছেড়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।