সংলাপ হবে না, আগমীতেও একইভাবে নির্বাচন: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কার সাথে সংলাপ। সরকারকে জিম্মি করে কোন সংলাপ হবে না। আমরা নির্বাচিত সরকার। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে যেভাবে নির্বাচন হয়েছে আগামীতেও হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসুক আর না আসুক নির্বাচন একইভাবে হবে বলে বক্তব্য দেন তিনি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। খালেদা জিয়ার দেয়া গতকালের সংলাপ ও নতুন নির্বাচন দেয়ার দাবির প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, খালেদা জিয়াকে অনুরোধ করব অবরোধ প্রত্যাহার করুন। এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। বাংলাদেশের মানুষের জীবনের স্বাভাবিক পরিবেশ তৈরি করেন।

স্বাভাবিক পরিবেশ তৈরি করেই দাবি নিয়ে কথা বলুন।

Scroll to Top