সাভারে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে ভাষা দিবস উদযাপন

2015-02-21 16.25.23সাভারের কলমাতে প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার উদ্যেগে আয়োজন করা হয় আলোচনা সভা্।
দেওয়ান মোহাম্মদ রুস্তমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মালেক (অবঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফায়েল আহমেদ (অবঃ)

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরূ হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডো আবুল কালাম আজাদ (অবঃ), সার্জেন্ট মো জাকির হোসেন (অবঃ), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল কা্ইউম মন্ডল (অবঃ),কর্পোরাল রুহুল আমিন (অব),সিনিয়র ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন (অব),সাজেন্ট কাজী রবিউল হাসান (অবঃ),সার্জেন্ট মামুন সিকদার (অবঃ),সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী কামালউদ্দিন(অবঃ),সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজুল ইসলাম (অবঃ),কির্পোরাল আঃ রহিম সরকার (অবঃ), মোঃ জাহাঈীর আলমসহ আরো অনেকে।

Exit mobile version