হেরোইনসহ সরকারি দলের ৪ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ সরকারি দলের ৪ নেতাকর্মীকে আটকের পর দুই নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতে নন্দীগ্রাম পৌর শহরের হাইস্কুলের নির্মাণাধীন ভবনের ভেতর থেকে তাদের আটক করা হয়।

জানাগেছে, শনিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম হাইস্কুলের নির্মাণাধীন ভবনের ভেতর থেকে পুলিশ উপজেলা কৃষকলীগের সভাপতি শাজাহান আলী (৩৫), উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের (৩৫), ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ রুবেল (২৮) ও ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) কে ২১ পুরিয়া হেরোইনসহ আটক করে।

সরকারি দলের নেতাকর্মীদের আটকের পরপরই স্থানীয় প্রভাবশালী নেতারা থানায় ছুটে যান। দীর্ঘ সময় দেন-দরবার শেষে রাত ২টার দিকে কৃষকলীগ সভাপতি শাজাহান আলী ও যুবলীগ নেতা আবু তাহেরকে ছেড়ে দেয় পুলিশ। অপর দু’জনের বিরুদ্ধে পুলিশ মাদকবিরোধী আইনে মামলা করেছে।

নন্দীগ্রাম থানার ওসি ফায়জুর রহমান জানান, চারজনকে আটক করা হলেও দু’জনের কাছে কোন মাদকদ্রব্য না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। অন্য দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Scroll to Top