আওয়ামী লীগ নেতার শর্টগানের গুলিতে ওসিসহ আহত ৭

ভাঙ্গায় জেলা আওয়ামী লীগের সদস্য দীপক মজুমদারের দেহরক্ষীর শর্টগানের গুলিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলামসহ  (ওসি) সাতজন আহত হয়েছেন।

শনিবার সকালে ভাঙ্গার পরারণ গ্রামে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় ওই গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারণ গ্রামের মুন্সিবাড়ি কুমপাড় এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর পথসভা ছিল। সেখানে জেলা আওয়ামী লীগের সদস্য দীপক মজুমদারের দেহরক্ষীর শর্টগানের গুলিতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম ও আরো ছয়জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলির ঘটনা ইচ্ছাকৃত না অসাবধানতায় গুলি বের হয়েছে, তা এখনো জানা যায়নি।

তবে ওসি নাজমুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা দীপক মজুমদারের শর্টগান থেকে অসতর্কতামূলকভাবে ‘মিস ফায়ার’ হলে এ ঘটনা ঘটে।

ওসি আরো জানান, এ ঘটনায় গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Scroll to Top