আগারগাঁওয়ে অবৈধ ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেফতার

রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁও এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গত বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভালবার, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Scroll to Top