ইসিকে এনআইডি কার্যক্রম ছাড়তে বলেছে মন্ত্রিপরিষদ

29
ইসিকে এনআইডি কার্যক্রম ছাড়তে বলেছে মন্ত্রিপরিষদ

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচনকে কমিশনকে ছেড়ে দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত থাকবে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যেই এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিহিত করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বিদ্যমান অবকাঠামো ও জনবল নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্বাচন কমিশন। গত কয়েক মাস ধরেই এনআইডির কার্যক্রম ইসির কাছে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার বিষয়টি আলোচনায় ছিল। তবে এই চিঠি ইস্যুর কারণে পদক্ষেপ অনেক দূর এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০০৮ সালে নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয় ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। সাম্প্রতিক ভোটার তালিকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ, ডা. সাবরিনা ও শাহেদের প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের একাধিক এনআইডি কার্ড পাওয়া যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ইসির অধীনেই রাখার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসিকে) স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, ২০০৭ সাল থেকে ইসি জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। তাঁরা চান এটি ইসির অধীনেই থাক। এই দাবিতে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। সিইসি তাঁদের আশ্বস্ত করেছেন।